যুক্তরাষ্ট্রে কাল থেকে টিকটক বন্ধ

ছবি: এএফপি

জো বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে আগামীকাল রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

গতকাল শুক্রবার টিকটকের একটি বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু এর চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কা ব্যক্ত করেছে মার্কিন প্রশাসন।

এছাড়া ইসরায়েলি গণহত্যা নিয়ে কনটেন্ট সেন্সর না করায় টিকটককে 'ইহুদী-বিদ্বেষী' হিসেবে আখ্যা দিয়েছেন অনেক মার্কিন রাজনীতিবিদ।

এসব অভিযোগের ভিত্তিতে গত বছর মার্কিন কংগ্রেস একটি বিল পাস করে যা আইনে পরিণত করেন জো বাইডেন। সেই আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা ও ব্যবস্থাপনা কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে থাকতে হবে। অথবা ১৯ জানুয়ারি থেকে দেশটিতে টিকটকের অস্তিত্ব থাকবে না।

টিকটকের পক্ষ থেকে আপিল করা হলেও পরে এই আইন বহাল রাখার রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।

ট্রাম্পের হাতে সিদ্ধান্ত

শুক্রবার বিদায়ী বাইডেন প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকরের দায়িত্ব সোমবার ক্ষমতাগ্রহণ করতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্প সিএনএনকে বলেন, 'শেষ পর্যন্ত আমার সিদ্ধান্তের উপরই নির্ভর করবে বিষয়টি (টিকটকের নিষেধাজ্ঞা)। আপনারা দেখতে পাবেন আমি কী করব।'

নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা আছে কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কংগ্রেস আমাকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে, তাই আমিই সিদ্ধান্ত নেব।'

এই প্রসঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago