মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি গণহত্যা বিরোধী বিক্ষোভের জেরে শিক্ষার্থী গ্রেপ্তার
![শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন মোরিল হলের বাইরে অবস্থান নিয়ে প্রবেশপথগুল আটকে দেয়। ছবি: সংগৃহীত](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/10/22/morill_hall.jpg)
যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি গণহত্যা বিরোধী শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে পুলিশ। গাজা ও লেবাননে ইসরায়েলের নিরবচ্ছিন্ন গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীরা সাময়িক ভাবে বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিয়ে প্রবেশপথে তালা ঝুলিয়ে দেয়।
আজ মঙ্গলবার এপির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
বিশ্ববিদ্যালয়ের 'স্টুডেন্টস ফর অ্যা ডেমোক্র্যাটিক সোসাইটি' নামক সংগঠনের প্রায় ৩০ বিক্ষোভকারী প্রশাসনিক ভবন মরিল হল দখল করে নেয়। এই সংগঠনের এক সদস্য জানান, আরও বড় এক দল শিক্ষার্থী ভবনের বাইরে জমায়েত হয়।
১৯ বছর বয়সী ফিলিস্তিনি টিকটকার মেদো হালিমির স্মরণে সংগঠনটি এই ভবনের নতুন নাম দেয় 'হালিমি হল'। হালিমি ইসরায়েলি বিমানহামলায় আগস্টে প্রাণ হারান। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার দায় অস্বীকার করেছে।
![মোরিল হলের বাইরে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থিরা। ছবি: সংগৃহীত](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/10/22/capture.jpg)
সোমবার বিকেলের এই বিক্ষোভে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্কতা জারি করে। এই সতর্কবাণীতে বলা হয়, 'বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের পূর্ব প্রান্তে অবস্থিত মোরিল হলে প্রবেশ করেছে। তারা সেখানে ভাঙচুর চালাচ্ছে এবং কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। আপনি যদি এ মুহূর্তে মোরিল হলে থাকেন, তাহলে সম্ভব হলে নিজের নিরাপত্তা নিশ্চিত করে সেখান থেকে বের হয়ে আসুন। যারা অন্যত্র আছেন, তাদেরকে এই ভবন ও সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।'
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন কোনো তথ্য নেই। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
বিশ্ববিদ্যালয় পুলিশের একজন মুখপাত্র জানান, তার কাছে নতুন কোন তথ্য নেই।
স্টুডেন্টস ফর অ্যা ডেমোক্র্যাটিক সোসাইটির গণমাধ্যম লিয়াজোঁ কর্মকর্তা রায়ান ম্যাটসন জানান, ভবনের ভেতরে অবস্থানরত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তিনি তাদের সঠিক সংখ্যা জানেন না।
![মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/10/22/464251855_18041425637135254_7931252989210666589_n.jpg)
এই সংগঠনের ফেসবুক পেজে রিল আকারে বিক্ষোভের ভিডিও পোস্ট করা হয়েছে। সঙ্গে অভিযোগ আনা হয়েছে, সাংবাদিকদেরও গ্রেপ্তার করছে পুলিশ।
Comments