‘ইসরায়েলি গণহত্যাবিরোধী বিক্ষোভকারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবো’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করবেন।
ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
নির্বাচনী প্রচারণার অর্থায়নকারী ও দাতাদের সঙ্গে আলাপ করার সময় রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ট্রাম্প অঙ্গীকার করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমন করবেন তিনি।
একই কক্ষে উপস্থিত ছিলেন এরকম কয়েকজন ব্যক্তি নাম না প্রকাশের শর্তে ট্রাম্পের বরাত দিয়ে বলেন, 'আমি একটা জিনিস করতে চাই, যা হল, কোনো শিক্ষার্থী বিক্ষোভ করলেই তাকে আমি দেশ থেকে বের করে দেবো। আপনারা জানেন, (যুক্তরাষ্ট্রে) অনেক বিদেশি শিক্ষার্থী আছে। যখনই তারা এটা শুনবে, তারা ভদ্র আচরণ শুরু করবে।'
'আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, এবং আমি মনে করি আপনাদের অবশ্যই সেটা করা উচিৎ, আমি যদি আবারও জিতে যাই, তাহলে আমি এই আন্দোলনকে ২৫ থেকে ৩০ বছর পিছিয়ে দেবো', যোগ করেন ট্রাম্প।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ১৪ মে এই বৈঠকে অংশ নেন ট্রাম্প।
Comments