চীনে নিয়ন্ত্রণ হারানো স্কুলবাসের ধাক্কায় ১১ শিশু-অভিভাবক নিহত

চীনে নিয়ন্ত্রণ হারানো স্কুলবাসের ধাক্কায় ১১ শিশু-অভিভাবক নিহত হয়েছে। ছবি: স্ক্রিণশট
চীনে নিয়ন্ত্রণ হারানো স্কুলবাসের ধাক্কায় ১১ শিশু-অভিভাবক নিহত হয়েছে। ছবি: স্ক্রিণশট

চীনের শানডং প্রদেশে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দিলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের পাঁচজন শিক্ষার্থী ও বাকিরা অভিভাবক।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বিবিসি।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বলা হয়েছে, এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

চলন্ত বাসটি তাই'আন শহরের একটি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দেয়।

চালক বাসের 'নিয়ন্ত্রণ হারালে' এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাস চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তিনি স্বেচ্ছায় এই ঘটনা ঘটিয়েছেন কী না, তা এখনো নিশ্চিত নয়।

স্থানীয় সময় সকাল সাতটা বেজে ২৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলা হয়, 'এখন পর্যন্ত ১১ জন (ছয় অভিভাবক ও পাঁচ শিক্ষার্থী) নিহত হয়েছেন।'

আহতদের মধ্যে ১২ জনের অবস্থা স্থিতিশীল।

শিক্ষার্থী ও অভিভাবকরা সড়কের পাশে অপেক্ষা করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, মানুষ বাসের নিচে আটকা পড়ে আছেন।

কয়েকদিন আগেই চীনে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। নতুন শ্রেণীর ক্লাস শুরু করেছে শিক্ষার্থীরা।

চীনে নিয়মিত মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়। এ বছরের জুলাইতে চীনের মধ্যাঞ্চলীয় শহর চাংশায় একটি গাড়ি পথচারীদের ওপর চড়াও হয়। এতে আট ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হন।

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

3h ago