হাসপাতালে ভর্তি ৯৯ বছর বয়সী মাহাথির

গত বছর টোকিওতে নিক্কেই ফোরামে অংশ নেন মাহাথির। ফাইল ছবি: এএফপি (২০২৩)
গত বছর টোকিওতে নিক্কেই ফোরামে অংশ নেন মাহাথির। ফাইল ছবি: এএফপি (২০২৩)

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯৯) হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ এএফপিকে জানান, প্রায় শতবর্ষি এই নেতা অবিরাম কাশছিলেন। এ কারণেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ইউসুফ বলেন, 'আগামী কয়েকদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।'

তিনি আরও জানান, সোমবার থেকেই হাসপাতালে ভর্তি আছেন মাহাথির।

দুইবারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির গত সপ্তাহে তার ৯৯তম জন্মদিন পালন করেন।

সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও করা হয়েছে।

এ বছরই তিনি অসুস্থতাজনিত কারণে টানা তিন মাস হাসপাতালে ভর্তি ছিলেন মাহাথির। 

১৯২৫ সালের ১০ জুলাই জন্ম নেন মাহাথির। ১৯৮১ সালে প্রথমবারের মতো দেশের চতুর্থ জাতীয় নেতা হিসেবে শাসনভার গ্রহণ করেন জনপ্রিয় এই নেতা। ২০০৩ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। 

পরবর্তীতে এক ঐতিহাসিক ফিরে আসার গল্প রচনা করে ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পান তিনি। সেবারের মেয়াদে ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির।

২০২২ এর নির্বাচনে পরাজিত হয়ে পার্লামেন্টে আসন হারান মাহাথির। সে সময় ৯৭ বছর বয়সী এই নেতার রাজনৈতিক ক্যারিয়ার সমাপ্ত হয়েছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেন।

 

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

7h ago