নির্বাচনে হারলেন মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ৫৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবার নির্বাচনে পরাজিত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টিকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি হিসেবে দেখছেন অনেকে।
রয়টার্স বলছে, ৯৭ বছর বয়সী মাহাথির ২ দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লংকাউয়ি নির্বাচনী এলাকায় তার সংসদীয় আসনটি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। নির্বাচনে এই আসনে তার অবস্থান চতুর্থ।
এই আসনে জয়ী হয়েছেন পেরিকাতান জোটের প্রার্থী মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহ। জোটটির নেতৃত্বে আছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন।
রয়টার্স বলছে, ১৯৬৯ সালের পর এটিই মাহাথিরের প্রথম নির্বাচনে পরাজয়। মাহাথির এমন একটি জোটের নেতৃত্ব দিচ্ছেন, যারা দুর্নীতির অভিযোগে বর্তমান বারিসান নাসিওনাল সরকারকে উৎখাত করার অঙ্গীকার করেছে। তবে তার জোটকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হয় না।
চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, হেরে গেলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন।
তিনি বলেছিলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার অভিজ্ঞতা দলের তরুণ নেতাদের কাছে হস্তান্তর করা।'
Comments