রাফাহর পূর্বাঞ্চল খালি করতে আইডিএফের নির্দেশ

গাজার ১০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ সেখানে আশ্রয় নিয়েছে
রাফাহতে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি। ছবি: রয়টার্স

গাজার রাফাহর পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজার দক্ষিণের এই শহরে অভিযান চালানো হবে জানানোর একদিন পর আজ এই নির্দেশ দেওয়া হলো।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আইডিএফ তাদের বিবৃতিতে জানায় টেক্সট মেসেজ এবং গণমাধ্যম সম্প্রচারে রাফাহ খালি করার নির্দেশ দিয়েছে।

ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গত সাত মাস ধরে মিশরের সীমান্তবর্তী দক্ষিণ শহর রাফাহ'য় গাজার ১০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।

রাফায় ইসরায়েলি বাহিনী আক্রমণ চালালে সেখানে 'রক্তগঙ্গা' বয়ে যাবে বলে গত শুক্রবার সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, রোববার রাফায় ইসরায়েলের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। হামাসের রকেট হামলায় তিন জন নিহতের জেরে পাল্টা হামলা চালানোর দাবি  করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

 

Comments