গাজায় আত্মরক্ষার সীমা পার করেছে ইসরায়েল: চীন

ইসরায়েলকে অবশ্যই গাজার জনগণকে সামষ্টিকভাবে শাস্তি দেওয়া বন্ধ করতে হবে।
হামাস ইসরায়েল যুদ্ধ
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

ইসরায়েল গাজায় যা করছে তা 'আত্মরক্ষার সীমা পার করেছে' বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আজ রোববার প্রকাশিত এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলকে অবশ্যই গাজার জনগণকে সামষ্টিকভাবে শাস্তি দেওয়া বন্ধ করতে হবে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার প্রতিক্রিয়ায় 'আত্মরক্ষার্থে' গাজা উপত্যকায় ব্যাপকভাবে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। চলমান এ সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন

গতকাল শনিবার হামাস-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফারহান বিন ফয়সালের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই বলেছেন, 'গাজায় ইসরায়েল যা করছে তা আত্মরক্ষার জন্য নির্ধারিত যে সুযোগ, সে গণ্ডি ছাড়িয়ে গেছে। ইসরায়েলকে অবশ্যই গাজার জনগণকে সামষ্টিকভাবে শাস্তি দেওয়া বন্ধ করতে হবে। তাদের উচিত আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের মহাসচিবের আহ্বান আন্তরিকভাবে শোনা।'

বিবৃতিতে ওয়াং ই বলেন, 'সব পক্ষের উচিত পরিস্থিতি উত্তপ্ত হয় এমন কোনো পদক্ষেপ না নেওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসা।'

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago