ইসরায়েলে নিহত বেড়ে ৯০০, ফিলিস্তিনে ৬৮০
ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে গত শনিবার থেকে ৩ দিনে অন্তত ৯০০ জন নিহত হয়েছে।
এ হামলার জবাবে ইসরায়েলের বিমান হামলায় ৬৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে এমন পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে যা 'আগে কখনো হয়নি'।
শনিবার গাজা থেকে ইসরায়েলের দিকে অন্তত ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়। পাশাপাশি ইসরায়েলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনি সংগঠন হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী থেকে জানানো হয়, সন্ত্রাসীরা 'সেনা এবং বেসামরিক নাগরিকদের' অপহরণ করেছে। তারা সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও, হামাসের দাবি তারা ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১০০ জনকে আটকের পর জিম্মি করে রেখেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসের হামলায় অন্তত ১১ মার্কিন নাগরিক নিহত হয়েছে এবং কয়েকজনকে জিম্মি করা হয়েছে।
Comments