গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ২৩২

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপের পাশে আতঙ্কিত ফিলিস্তিনিরা। ছবি: এএফপি

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলায় ইসরায়েলের ২০০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ম্যাগেন ডেভিড অ্যাডম ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন।

অপরদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলায় গাজা শহরের অনেক এলাকা থেকে কালো ধোঁয়ার মেঘ আকাশে ছড়িয়ে পড়েছে।

আজ শনিবার ভোরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানায় ফিলিস্তিনি সংগঠন হামাস।

এ ঘটনার পরপরই গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল।

হামাসের রকেট হামলা শুরুর পাঁচ ঘণ্টা পর জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, 'ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে আছি, কোনো অভিযান নয়, উত্তেজনা নয়, যুদ্ধ।'

 

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

2h ago