টাইটানিক দেখতে যাওয়া ডুবোযান নিখোঁজ

রয়টার্স ফাইল ছবি

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে পর্যটক নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত একটি ডুবোযান আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়েছে।

যুক্তরাষ্ট্রের বোস্টন কোস্টগার্ড সোমবার বিবিসিকে জানিয়েছে, ডুবোযানটির সন্ধানে অভিযান চলছে। নিখোঁজ হওয়ার সময় ডুবোযানটিতে কতজন ছিলেন, তা স্পষ্ট নয়।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য ছোট ডুবোযানে পর্যটক ও গবেষকদের নিয়ে যাওয়া হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে আটলান্টিকের তলে টাইটানিকের ধ্বংসাবশে পৌঁছাতে ও আবার ভেসে উঠতে প্রায় আট ঘণ্টা লাগে। এর জন্য পর্যটকদের গুণতে হয় কয়েক হাজার ডলার।

কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে আছে।

১৯১২ সালে যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে প্রথম যাত্রাতেই ভাসমান হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে টাইটানিক ডুবে যায়। এই দুর্ঘটনায় জাহাজে থাকা ২ হাজার ২০০ যাত্রী ও ক্রুদের মধ্যে প্রায় দেড় হাজার জন নিহত হন। ১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার হয়।

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

16m ago