উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ঘিরে সিউলের ‘অতি সতর্কতা’

উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণকে ঘিরে সিউলে বাড়তি সতকর্তা। ৩১ মে ২০২৩। ছবি: দ্য কোরিয়া হেরাল্ড/এএনএন

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল 'অতিরিক্ত প্রতিক্রিয়া' দেখিয়েছে বলে মন্তব্য করেছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। যদিও উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে।

আজ বুধবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড এ তথ্য জানিয়ে বলেছে, সিউল নগরীর বাসিন্দাদের জরুরি বার্তা দিয়ে ঘর ছেড়ে নিরাপদস্থানে আশ্রয় যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, আজ স্যাটেলাইট উৎক্ষেপণের যে চেষ্টা চালানো হয় তা ব্যর্থ হয়েছে। স্যাটেলাইটের বুস্টার ও পেলোড সাগরে পড়েছে।

সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়, ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় সমস্যার কারণে 'চল্লিমা-১' স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইটের ধ্বংসাবশেষ উদ্ধারের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দ্য কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৬টা ৪১ মিনিটে সিউল নগর সরকার ফোনে সতর্ক বার্তা পাঠায় ও জরুরি সাইরেন বাজায়। নগরীর বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদস্থানে আশ্রয়ের প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়। তবে তারা কোথায় আশ্রয় নেবেন তা জানানো হয়নি।

সকাল ৭টা ৩ মিনিটে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, আগের সতর্ক বার্তাটি ভুল করে পাঠানো হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সব দেখে মনে হচ্ছে সিউল নগর সরকার 'অতিরিক্ত প্রতিক্রিয়া' দেখিয়ে ফেলেছে।

সকাল ৭টা ৫ মিনিটে প্রেসিডেন্টের কার্যালয় থেকে লিখিত বার্তায় বলা হয়, উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে জাতীয় নিরাপত্তা কার্যালয় জরুরি বৈঠক ডেকেছে।

এরপর কয়েক ঘণ্টা পর বলা হয়, প্রেসিডেন্ট ইউন সুক ইওল উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনা পর্যবেক্ষণ করেছেন।

গতকাল উত্তর কোরিয়ার সামরিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য কোরিয়া হেরাল্ড এ তথ্য জানিয়েছিল, আগামী জুনে পিয়ংইয়ং গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 'বিপজ্জনক সামরিক কার্যক্রমের যথাযথ পর্যবেক্ষণ' করবে।

আজ কেসিএনএর বরাত দিয়ে জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস জানায়, পিয়ংইয়ং এই স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হলেও তারা শিগগির নতুন উদ্যোগ নেবে।

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

1h ago