জুনে মহাকাশে প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠাবে উত্তর কোরিয়া

জাপান আগামী ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনার কথা গতকাল জানানোর পর পিয়ংইয়ং আগামী জুনে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর কথা জানালো।
উত্তর কোরিয়া
পিয়ংইয়ংয়ে স্যাটেলাইট উৎক্ষেপণ প্রস্তুতি কমিটির বৈঠকে মেয়ে কিম জু আইকে নিয়ে দেশটির নেতা কিম জং উন। রয়টার্স ফাইল ফটো

মহাকাশে প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষণ করতে এই স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার সামরিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাপান আগামী ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনার কথা গতকাল জানানোর পর পিয়ংইয়ং আগামী জুনে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর কথা জানালো।

এতে আরও বলা হয়, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান রি পিয়ং-চলের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধের প্রস্তুতিকে জোরদার করতে উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণ 'অপরিহার্য'।

রি পিয়ং-চল বার্তায় বলেন, আগামী জুনে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 'বিপজ্জনক সামরিক কার্যক্রমের যথাযথ পর্যবেক্ষণ' করবে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের 'ভবিষ্যৎ কর্মপরিকল্পনার' অংশ হিসেবে চলতি মাসের শুরুতে দেশটি প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট প্রস্তুতির কাজ শেষ করার কথা জানায়।

Comments