সহিংসতায় ইমরান খানের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে আবার গ্রেপ্তার: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান জড়িত এমন প্রমাণ পাওয়া গেলে তাকে আবার গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'পিটিআই যতবার রাস্তায় নেমেছে, ১০০-২০০ জন একই লোককে সহিংস কার্যকলাপে জড়িত থাকতে দেখা গেছে। সুতরাং এর মানে হল যে তাদের এ জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে।'
'ইমরান তাদের প্রশিক্ষণ দিয়েছেন। এখানে তার বিনিয়োগ আছে। তারা সন্ত্রাসী ... তাদের ৮ মাস প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট স্থাপনায় আগুন ধরিয়ে দিতে বলা হয়েছে,' বলেন তিনি।
রাষ্ট্রীয় স্থাপনায় হামলার পেছনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের পরিকল্পনা ও কৌশল রয়েছে বলে জানান তিনি।
'স্থাপনাগুলো চিহ্নিত করা হয়েছিল, হাইলাইট করা হয়েছিল এবং লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই লোকটি ঘৃণার রাজনীতি করছে... আমরা এটা আগেই জানতাম কিন্তু এখন তা জনগণের সামনে এসেছে,' বলেন তিনি।
পিটিআইকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রানা সানাউল্লাহ।
তিনি বলেন, 'পিটিআই যা করেছে তা দেখে দলটিকে আর রাজনৈতিক বলে মনে হচ্ছে না। দলটি এখন নিষিদ্ধ হওয়ার যোগ্য। এটি একটি আইনি প্রক্রিয়া। এজন্য কিছু সময়ের প্রয়োজন।'
Comments