দিল্লির সরকারি বাসভবন ছাড়লেন রাহুল গান্ধী
নয়া দিল্লির সরকারি বাসভবন ছেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
গত ২৭ মার্চ লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পর ১ মাসের মধ্যে রাহুল গান্ধীকে সরকারি বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
আজ শনিবার দিল্লির তুঘলক লেনের বাংলো ছেড়েছেন তিনি।
চাবি হস্তান্তরের সময় গণমাধ্যমকে তিনি মা সোনিয়া গান্ধীর বাসভবনে কিছু সময় থাকার কথা জানান। এসময় সোনিয়া গান্ধী এবং রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও সেখানে উপস্থিত ছিলেন।
২০০৪ সালে প্রথমবার লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯ বছর ধরে বাংলোটিতে ছিলেন রাহুল গান্ধী।
চাবি হস্তান্তরের সময় তিনি বলেন, 'আমি ভারতের জনগণকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে ১৯ বছর ধরে এই বাড়িতে থাকতে দিয়েছেন। আমি সত্য কথা বলার মূল্য দিয়েছি এবং যেকোনো মূল্য দিতে প্রস্তুত আছি।'
উল্লেখ্য, ২০১৯ সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী 'মোদি' পদবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দুর্নীতিগ্রস্ত পলাতক ললিত মোদি, নীরব মোদির নাম ধরে জানতে চেয়েছিলেন, চোরদের পদবি কেন মোদি হয়? এই মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি মানহানির অভিযোগে মামলা করেন।
গত ২৩ মার্চ সেই মামলায় রায়ে রাহুলের ২ বছরের কারাদণ্ড হয়। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, পরদিন ২৪ মার্চ লোকসভা সচিবালয় তার সদস্যপদ খারিজ করে দেয়।
Comments