পুতিনকে গ্রেপ্তার করতে পারবে না হাঙ্গেরি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরি প্রবেশ করলেও, রোম সনদে সই করা দেশটি তাকে গ্রেপ্তার করবে না।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের চিফ অফ স্টাফ গারগেলি গুলিয়াসের বরাত দিয়ে বৃহস্পতিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত সপ্তাহে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বৃহস্পতিবার গারগেলি গুলিয়াস বলেন, 'রোম সনদে সই করলেও হাঙ্গেরির আইনে পুতিনকে গ্রেপ্তারের কোনো ভিত্তি নেই।'
রোম সনদের ওপর ভিত্তি করেই ২০০২ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত গঠিত হয় এবং বর্তমানে বিশ্বের ১২৩টি দেশ ওই সনদে সই করেছে।
গুলিয়াস আরও বলেন, 'আমরা হাঙ্গেরির আইনের কথা উল্লেখ করতে পারি। এর ভিত্তিতে আমরা রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে পারি না, কারণ হাঙ্গেরিতে আইসিসির আইন জারি করা হয়নি।'
'হাঙ্গেরির সরকার এখনো পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাদের অবস্থান নেয়নি,' যোগ করেন তিনি।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং তার সরকার বরাবরই ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র। গত বছর পুতিন ইউক্রেন আক্রমণের নির্দেশ দেওয়ার পরও ন্যাটোভুক্ত এই দেশটি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে অনীহা দেখিয়েছে।
আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় এর ১২৩টি সদস্য দেশগুলো পরোয়ানা তামিল করতে বাধ্য। অর্থাৎ, পুতিন এসব দেশের কোনোটিতে প্রবেশ করলে, তাকে গ্রেপ্তার করার কথা।
তবে, এর মধ্যেই হাঙ্গেরির মুখপাত্র গুলিয়াস দাবি করলেন যে রোম সনদ হাঙ্গেরির আইনি ব্যবস্থায় তৈরি হয়নি, তাই তাদের দেশে এটি প্রযোজ্য হবে না।
Comments