পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘টয়লেট পেপারের’ মতো: দিমিত্রি মেদভেদেভ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে 'টয়লেট পেপার'-এর সঙ্গে তুলনা করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।
The International Criminal Court has issued an arrest warrant against Vladimir Putin. No need to explain WHERE this paper should be used.
— Dmitry Medvedev (@MedvedevRussiaE) March 17, 2023
আজ এক বিবৃতিতে আইসিসি জানায়, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়।
এর প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, 'আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সিদ্ধান্ত রাশিয়ার জন্য কোনো অর্থ বহন করে না।'
তিনি নিজের টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, 'আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তগুলো আমাদের দেশের জন্য কোনো অর্থ রাখে না। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইনের পক্ষে নয় এবং এর অধীনে কোনো বাধ্যবাধকতা রাশিয়ার নেই।'
Comments