পুনরায় দূতাবাস চালু করতে সম্মত সৌদি-ইরান
সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন এবং দূতাবাস ও মিশন পুনরায় খোলার প্রক্রিয়া শুরু করতে শিগগির বৈঠকে বসতে সম্মত হয়েছেন বলে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসময় তারা পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
চলতি মাসে ২০১৬ সালে বিচ্ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরুর ঘোষণা দেয় সৌদি আরব ও ইরান। চীনের মধ্যস্থতায় সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ আল-আইবান এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী শামখানি এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিতে ২ মাসের মধ্যে দূতাবাস ও মিশন পুনরায় খোলার চুক্তি আছে। এছাড়াও, দেশ ২টির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল।
Comments