তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প

মৃত্যু ২৩ হাজার ৫০০ ছাড়াল

স্থানীয় স্বেচ্ছাসেবকরা জিন্দেরিস শহরে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ছবি: এএফপি
স্থানীয় স্বেচ্ছাসেবকরা জিন্দেরিস শহরে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ছবি: এএফপি

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭২৬ জন ছাড়িয়েছে।

২ দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে সিএনএন।

গত সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

এ ঘটনায় তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ৮৫ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচার দিয়ে সিএনএন জানায়, দেশটিতে কমপক্ষে ২০ হাজার ২১৩ জন মারা গেছেন এবং ৮০ হাজার ৫২৩ জন আহত হয়েছেন।

এ ছাড়া, সিরিয়ার বিদ্রোহী ও সরকার নিয়ন্ত্রিত এলাকা জুড়ে কমপক্ষে ৩ হাজার ৩৮৪ জন মারা গেছেন এবং ৫ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।

'হোয়াইট হেলমেট' সিভিল ডিফেন্স গ্রুপের মতে, উত্তর-পশ্চিমে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ২ হাজার ৩৭ জন মারা গেছেন এবং ২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, সরকার নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ৩৪৭ জন মারা গেছেন এবং ২ হাজার ২৯৫ জন আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

30m ago