তুরস্ক-সিরিয়া

ভূমিকম্পে মৃত্যু ১৬ হাজার ছাড়াল

তুরস্কের হাতায় প্রদেশে ভূমিকম্পে ধসে পড়া ভবন। ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ছবি: রয়টার্স

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলের কর্মকর্তা ও একটি উদ্ধারকারী দলের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৩ হাজার ১৬২ জনে পৌঁছেছে।

এর আগে বৃহস্পতিবার তুরস্কের দুর্যোগ সংস্থা জানায়, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭৩ জনে। অর্থাৎ ২ দেশেই ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন ১৬ হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে।

এই ভূমিকম্পে তুরস্কে ৬০ হাজারের বেশি এবং সিরিয়ায় ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

38m ago