তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২ কোটি ৩০ লাখ মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তুরস্কের দিয়ারবাকিরে ধ্বংসস্তূপের ভেতর থেকে লোকজনকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আজ মঙ্গলবার তুরস্ক ও সিরিয়ায় ধসে পড়া ভবনগুলো পরিদর্শনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাডেলহেইড মার্শাং। এসময় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দীর্ঘমেয়াদী সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, 'ওভারভিউ মানচিত্র দেখায় যে, এসব এলাকায় প্রায় ২৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৫ মিলিয়ন দুর্বল জনগোষ্ঠী রয়েছে।'

'প্রধানত তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় বেসামরিক অবকাঠামো এবং হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে,' তিনি বলেন।

বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত উত্তর সিরিয়ার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

তিনি বলেন, 'ভূমিকম্পের কারণে উত্তর-পশ্চিম সিরিয়ায় সীমান্ত দিয়ে যোগাযোগ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে সেখানে সহযোগিতা পৌঁছানো কঠিন।'

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়িয়েছে।

সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ঘণ্টা খানেক পর ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এরপর আরও কয়েকটি কম্পন অনুভূত হয়।

ওই অঞ্চলে জরুরি ভিত্তিতে সহায়তা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

 

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

1h ago