এমপক্স নিয়ন্ত্রণের উপায় জানা আছে, কোভিডের মতো মহামারি হবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর। ফাইল ছবি: ডয়চে ভেলে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর। ফাইল ছবি: ডয়চে ভেলে

মধ্য আফ্রিকাতে ব্যাপকভাবে ছড়াচ্ছে এমপক্স। তারপরই গত সপ্তাহে এমপক্স নিয়ে বিশ্বজুড়ে গণস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সংস্থাটি নিশ্চিত করেছে, এমপক্স নিয়ন্ত্রণের উপায় জানা আছে এবং এটি কোভিডের মতো মহামারিতে রূপান্তরিত হবে না। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক ডিরেক্টর হ্যানস ক্লুগে জানিয়েছেন, 'আমরা এমপক্স সম্পর্কে অনেক কিছু জানি। আমরা জানি, আমরা একসঙ্গে মিলে এমপক্স নিয়ন্ত্রণ করতে পারব।'

তিনি বলেছেন, 'আমরা কি এমপক্সকে প্রথমে নিয়ন্ত্রণ ও পরে বিশ্ব থেকে নির্মূল করার ব্যবস্থাগুলো নেব, নাকি আবার অবহেলা করব ও আতঙ্কিত হব? আমরা এখন ও আগামী বছরগুলোতে কী প্রতিক্রিয়া দেখাব, তার ওপর ইউরোপ এবং গোটা বিশ্বের পরিস্থিতি নির্ভর করবে।'

মধ্য ও পশ্চিম আফ্রিকায় এমপক্সের (অতীতে মাঙ্কিপক্স নামে পরিচিত) সংক্রমণ অনেক বেড়েছে। আমদানি করা পশু থেকে এবং আক্রান্ত এলাকায় যাতায়াতের মাধ্যমে তা ছড়াচ্ছে।

২০২২ সালে এমপক্স বিশ্বের ৭৪টি দেশে ছড়িয়েছিল। এ বছর কঙ্গো ও তার প্রতিবেশী দেশগুলোতে এমপক্স ভয়ংকরভাবে ছড়িয়েছে এবং এই রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

দুই বছরের মধ্যে দ্বিতীয়বার এই জরুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এপি, এএফপি, রয়টার্স

 

Comments

The Daily Star  | English
crimes against journalists

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

16h ago