সিএমএসডিতে মেয়াদোত্তীর্ণ ও অকেজো স্বাস্থ্যসেবা সামগ্রী পেলেন স্বাস্থ্যমন্ত্রী

সিএমএসডির স্টোরেজে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রোববার ঝটিকা অভিযান চালান। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে সরকারের সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোতে (সিএমএসডি) ঝটিকা অভিযান করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ রোববার দুপুর ১টা ৫০ মিনিটে মন্ত্রী সিএমএসডির কোনো কর্মকর্তাকে না জানিয়েই ঝটিকা পরিদর্শনে যান। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মন্ত্রী প্রায় ৩৫ মিনিট ডিপো ঘুরে দেখেন। এ সময় তিনি শত শত কার্টনভর্তি নানা ধরনের জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী মেয়াদোত্তীর্ণ ও অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখেন।

মন্ত্রী নানারকম জরুরি স্বাস্থ্যসেবা পণ্য অনেকদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অনেক জরুরি পণ্য অব্যবহৃত অবস্থায় মেয়াদোত্তীর্ণ হলো কীভাবে, সিএমএসডির কর্মকর্তাদের কাছে জানতে চান মন্ত্রী। 

মন্ত্রীর বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারেননি উপস্থিত সিএমএসডি কর্মকর্তারা।

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এসব অনিয়ম দেখে স্টোরেজের সব মালামালের তালিকাসহ, কোন সামগ্রী কবে সরবরাহ হয়েছে এবং আগামীতে কোন পণ্য কবে ডেলিভারি করা হবে এবং কেন এত সংখ্যক মালামাল নষ্ট হয়ে পড়ে আছে তার কারণ জানিয়ে আগামী ৭ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

এ সময় স্বাস্থ্যসচিব মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম মন্ত্রীর সঙ্গে ছিলেন।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago