সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার শুরু ৩০ মার্চ, ফি ১৫০-৪০০ টাকা

সোমবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার আগামী ৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালে চিকিত্সকদের জন্য চেম্বারের ব্যবস্থা করবে।

অফিস সময় শেষে চিকিৎসকরা চেম্বারে রোগীদের সেবা দিতে পারবেন। 

আজ সোমবার সচিবালয়ে এক বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের ১০টি জেলা ও ২০টি উপজেলার হাসপাতালে চেম্বার সুবিধা চালু হবে। পরে ধীরে ধীরে সারাদেশে এটি কার্যকর করা হবে।

চিকিৎসকরা বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালগুলোতে চেম্বার করতে পারবেন বলে জানান মন্ত্রী।

এ সময় চিকিৎসকরা রোগীদের ছোটখাটো অস্ত্রোপচার থেকে শুরু করে এক্স-রে সেবা দিতে পারবেন।

চেম্বারে অধ্যাপকদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা এবং সহযোগী অধ্যাপকদের জন্য ৩০০ টাকা, সহকারী অধ্যাপকদের জন্য ২০০ টাকা ও জুনিয়র ডাক্তারদের জন্য ১৫০ টাকা।

এছাড়া হাসপাতাল কর্মী ও নার্সদের জন্য রোগীদের আরও ৫০-১০০ টাকা দিতে হবে।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

15m ago