১ দিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি এখন ২৫০

স্টার ফাইল ফটো

ব্রয়লার মুরগির দাম এক দিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

গতকাল বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, লেয়ার মুরগি ৩৫০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়।

এক দিনের ব্যবধানে প্রতি কেজি মুরগিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।

শ্রীপুর ব্রয়লার হাউসের সত্ত্বাধিকারী মো. ফাইয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার লেয়ার মুরগি বিক্রি করেছি ৩২০ টাকা আজ (বৃহস্পতিবার) বিক্রি করছি ৩৫০ টাকা। কেজিতে ৩০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি গতকাল (বুধবার) বিক্রি করেছি ২১০ টাকা। আজ বিক্রি হচ্ছে ২৫০ টাকা।'

দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'মুরগির সরবরাহ কম। এটাও হতে পারে বড় কোম্পানিগুলো কম বিক্রি করছে। তারা মনে করছে ঈদে একটু বেশি মুনাফা করতে পারবে।'

তিনি বলেন, 'তিন হাত পরিবর্তন হয়ে আমাদের কাছে মুরগি আসে। তাই দামটাও একটু বেড়ে যায়।'

নাম প্রকাশ না করা শর্তে আরেক মুরগি ব্যবসায়ী ডেইলি স্টারকে বলেন, 'সরকারি সব অফিস বন্ধ হয়ে গেছে। এই সুযোগে মুরগির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ আগামী ৩ দিন কেউ বাজার পরিদর্শনে আসবে না এবং বিষয়টি নিয়ে কথা বলবে না। এই সুযোগে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেবেন তারা।'

এদিকে ডিমের দাম কিছুটা কমেছে। প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। গত সপ্তাহে ছিল ১২০ টাকা।

কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ টাকা, ছাগলের মাংস ৯০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ টাকা দরে।

Comments

The Daily Star  | English

State reforms won't work without elected officials: Tarique

It was politicians, not anyone else, who presented the reform proposals to the nation over two years ago, says the BNP acting chief

17m ago