আবহাওয়া

চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়ে ৪২.২ ডিগ্রি

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘আজ তাপমাত্রা বেড়েছে, যা তীব্র তাপদাহ থেকে অতি তীব্র তাপদাহে পরিণত হয়েছে।’
প্রতীকী ছবি | এমরান হোসেন/স্টার

চুয়াডাঙ্গায় আবারও বেড়েছে তাপমাত্রা। তীব্র তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। এতে আরও দুর্ভোগে পড়েছে মানুষ, অস্বস্তি বেড়েছে জনজীবনে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি। এর আগে গতকাল চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ তাপমাত্রা বেড়েছে, যা তীব্র তাপদাহ থেকে অতি তীব্র তাপদাহে পরিণত হয়েছে। আগামী তিন দিন এমন পরিস্থিতি থাকতে পারে।'

গরমের মৌসুমে বেশিরভাগ সময় জুড়েই উত্তপ্ত থাকে চুয়াডাঙ্গা। এবারও চৈত্রের মধ্যভাগ থেকে শুরু হওয়া তাপমাত্রার এমন দাপটে ভুগতে হচ্ছে মানুষকে। গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন অনেকে। পুকুর ও সেচ পাম্পের পানিতে গোসল করে শান্তি খুঁজছেন অনেকে। কেউ আবার পান করছেন ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয়।

হোগলডাঙ্গা গ্রামের দিনমজুর মতিন আলী বলেন, 'পেটের দায়ে সকালে কাজে বের হচ্চি। কিন্তু এই তাপে কাজ করতি পাচ্চিনি। গরমে হাত-পা জ্বালাপোড়া করচি। খুব পানি তিষ্টা লাগচি। মাজে মাজে রাস্তার ধারের দুকানে শরবত খাচ্চি।'

Comments