ঢাকা বিভাগে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঈদের দিনসহ সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
স্টার ফাইল ফটো

রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আজ সকাল ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় কুমিল্লা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অঞ্চলে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ ও অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির তীব্রতা কম থাকবে।'

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Comments