ভোর থেকে বৃষ্টিতে ডুবেছে ঢাকার অনেক রাস্তা

অনেক এলাকায় রাস্তায় হাঁটুপানি আবার কোথাও পানি কোমর পর্যন্ত।
ভোর থেকে বৃষ্টিতে রাজধানীর অনেক সড়ক পানিতে ডুবে গেছে। ছবিটি আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরপুরের কাজীপাড়া থেকে তোলা। ছবি: স্টার

ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঢাকার অনেক এলাকার রাস্তায় পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে কাজে বের হওয়া মানুষ।

অনেক এলাকায় রাস্তায় হাঁটুপানি আবার কোথাও পানি কোমর পর্যন্ত।

অনেক অফিস যাত্রী ও শিক্ষার্থীকে এসময় রাস্তায় ভোগান্তিতে পড়েন।

মিরপুর-১০ নম্বর এলাকার এক বাসিন্দা জানান, কারওয়ানবাজারে অফিসের জন্য সকাল ৭টার দিকে রিকশায় করে বেরিয়েছিলেন তিনি।

তিনি বলেন, মিরপুর-১০ নম্বর থেকে শ্যাওরাপাড়া পর্যন্ত পুরো রাস্তা জুড়েই পানি। একটা পর্যায়ে রিকশার সিট পর্যন্ত পানিতে ডুবে যায়। বাধ্য হয়ে বাসায় ফিরে যান তিনি।

আমাদের সংবাদদাতা জানান, রাস্তায় পানিতে বিভিন্ন যানবাহন আটকে থাকতে দেখা যায়। সিএনজিচালিত অটোরিকশাগুলোর ইঞ্জিনে পানি উঠে যাওয়ায় সেগুলো স্টার্ট নিচ্ছিল না।

আজ মঙ্গলবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

Comments