ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া, বৃষ্টি, তাপমাত্রা,
স্টার ফাইল ছবি

ঢাকা মহানগর ও আশেপাশের এলাকায় আজ শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ সম্ভাবনার কথা জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে আবহাওয়াবিদ বজলুর রশিদ টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকায় সকালে না হলেও বিকেলের দিকে বৃষ্টি হতে পারে।'

আরও বলেন, 'শনিবার ঝড়ের একটা সম্ভাবনা আছে। বৃষ্টি হয়ে ঠাণ্ডা হলে, তারপর ঝড় হতে পারে।'

এদিকে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা এবং ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য এলাকায়, রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু-মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

3h ago