প্রথম রমজানে হঠাৎ কালবৈশাখী

আবহাওয়া অফিস একে কালবৈশাখী ঝড় বলছে।
শুক্রবার বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ছবি: স্টার

রমজানের প্রথম বিকেলে রাজধানী ঢাকায় ঝড় শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঝড় শুরু হয়।

ঝড়ের আগে দুপুর থেকেই আকাশ মেঘলা ছিল। ঝড় শুরুর কিছুক্ষণ পর বৃষ্টিও শুরু হয়।

আবহাওয়া অফিস একে কালবৈশাখী ঝড় বলছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি কালবৈশাখী ঝড়। এই ঝড় সাধারণত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা স্থায়ী হয়। পরে থেমে যায়।'

তিনি বলেন, 'ঝড় থেমে গেলেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। পরে বৃষ্টি হওয়ার আর কোনো সম্ভাবনা দেখছি না।'

Comments