আজ ও আগামীকাল মেঘলা থাকবে আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা
সকাল থেকে মেঘলা আকাশের পর বৃষ্টিতে ভিজল রাজধানী। ধুলায় ধূসর নগরে বৃষ্টির পশলা স্তস্তি নিয়ে এলেও হঠাৎ বৃষ্টিতে বিপদে পড়েন কর্মস্থলে যাওয়া মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রোববার ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ নাজমুল সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'পশ্চিমা লঘুচাপের প্রভাব কিছু আছে। এছাড়া প্রিমুনসন রেইন এখন হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেখা যাচ্ছে, সারা দেশে, প্রতিটি বিভাগেই ৬০ থেকে ৭৫ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রামে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হবে। রাজশাহী বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাত হলেও খুব কম হবে না।'
'কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে,' বলেন নাজমুল।
Comments