সরকারি অফিসে সব ধরনের ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধের নির্দেশ

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থার কার্যালয়ে 'সিঙ্গেল ইউজ প্লাস্টিক' ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার এক চিঠিতে সব সচিব, সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশ দিয়েছে।

চিঠিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গত ২৯ আগস্টের এক চিঠির উল্লেখ করে বলা হয়, সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

এ ধরনের প্লাস্টিকের ব্যবহার বন্ধের লক্ষ্যে পরিবেশ উপদেষ্টা প্রস্তাবিত বিকল্প পণ্য ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

বিকল্প পণ্যগুলো হলো-

১. প্লাস্টিকের ফাইল, ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব অন্যান্য সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার।

২. প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কটন বা জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার।

৩. প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাঁচের বোতল ও কাঁচের গ্লাস ব্যবহার।

৪. প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন ফেব্রিক, জুট ফেব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহার।

৫. দাওয়াত পত্র, ভিজিটিং কার্ড ও বিভিন্ন ধরনের প্রচারপত্রে প্লাস্টিকের লেমিনেটেড ব্যবহার না করা।

৬. বিভিন্ন সভা বা সেমিনারে সরবরাহ করা খাবারের প্যাকেট যেন কাগজের হয় বা পরিবেশ বান্ধব হয় সেটি নিশ্চিত করা।

৭. একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, কাটলারিসহ সব ধরনের পণ্য ব্যবহার না করা।

৮. প্লাস্টিকের কলমের পরিবর্তে পেনসিল বা কাগজের কলম ব্যবহার করা।

৯. বার্ষিক প্রতিবেদনসহ সব ধরনের প্রকাশনায় লেমিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।

১০. ফুলের তোড়ায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।

এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

 

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

14m ago