গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণে প্রতি জেলা-উপজেলায় স্মরণসভা

ছবি: স্টার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে দেশের প্রতি জেলা-উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজন করা হবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে 'সুবিধাজনক দিনে' প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজনের এ সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ জেলা সদরে বা সিটি করপোরেশন এলাকায় এবং নিজ নিজ উপজেলায় স্ব ব্যবস্থাপনায় এই স্মরণসভাগুলো আয়োজন করবেন।

Comments

The Daily Star  | English

Drug sales growth slows amid high inflation

Sales growth of drugs slowed down in fiscal year 2023-24 ending last June, which could be an effect of high inflationary pressure prevailing in the country over the last two years.

17h ago