স্বরাষ্ট্র-পররাষ্ট্র-জনপ্রশাসন মন্ত্রণালয়ে শীর্ষ কর্তাদের বদলিতে নতুন নিয়ম

তিন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বদলি তদবিরে লাগাম টানতে নতুন নিয়ম চালু করেছে সরকার। জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কেন্দ্র করে কয়েকজন উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবদের নিয়ে গঠিত বিশেষ কমিটির অনুমোদন লাগবে।

আজ বৃহস্পতিবার বদলি সংক্রান্ত তিনটি কমিটির পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সাধারণত মন্ত্রণালয়ের উপসচিব পর্যন্ত কর্মকর্তার বদলি সচিবরা করতে পারেন। অন্যদিকে যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের বদলি করতে হলে মন্ত্রীর অনুমোদন নিতে হয়।

জনপ্রশাসন সংশ্লিষ্টরা জানিয়েছেন, খালেদা জিয়ার নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর আমলাদের পদোন্নতিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক নেতার নেতৃত্বে কমিটি ছিল, যা জনপ্রশাসনে রাজনীতিকরণের অন্যতম কারণ হিসেবে মনে করা হয়, যেটি পরে বাতিল করা হয়। এবারের উদ্যোগটি বদলির তদবিরে লাগাম টানার উদ্দেশ্যে করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও সদস্য সচিব তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতি করা হয়েছে একই মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে। আর সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্ত উপদেষ্টা মাহফুজ আলমকে।

জনপ্রশাসন সংক্রান্ত কমিটি

প্রশাসনে বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশন (ডিসি), যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে ছয় সদস্যের 'জনপ্রশাসন বিষয়ক কমিটি' গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সদস্য সচিবের বাইরে আছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইতে পারবে।

স্বরাষ্ট্র সংক্রান্ত কমিটি

এ কমিটির সদস্য হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শক। এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তদূর্ধ্ব স্তরে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইতে পারবে।

পররাষ্ট্র সংক্রান্ত কমিটি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, সমপর্যায়ের অন্যান্য ও তদূর্ধ্ব পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত পরামর্শ দিবে পররাষ্ট্রবিষয়ক কমিটি। কমিটির সদস্যদের মধ্যে আছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান ও পররাষ্ট্রসচিব। এ কমিটির কার্যপরিধি অনুযায়ী মহাপরিচালক, সমপর্যায়ের অন্যান্য ও তদূর্ধ্ব পদে কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

5h ago