সিরাজগঞ্জে ৯ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো ৩টি
আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার দায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার ৯ ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে তাড়াশ উপজেলার এসএমবি ব্রিকসকে ৭ লাখ টাকা, রায়গঞ্জের কেএমবি ব্রিকসকে ৭ লাখ, সিমু আরিনকে ৪ লাখ, হিরো ব্রিকসকে ৫ লাখ, কেয়া ব্রিকসকে ৫ লাখ, আরকেবি ব্রিকসকে ৫ লাখ, হাসিনা ব্রিকসকে ৫ লাখ, টিএইবি ব্রিকসকে ৫ লাখ ও পিংকি ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে এসএমবি ব্রিকস, কেএমবি ব্রিকস ও এসওবি ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর দ্য ডেইলি স্টারকে জানান, এসব ইট ভাটা অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। এদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।
পর্যায়ক্রমে জেলার অন্যান্য ইটভাটাতেও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
Comments