বরগুনায় খেজুর গাছ থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পাথরঘাটা ইউনিয়নের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রূহিতা গ্রামের একটি খেজুর গাছ থেকে অজগরটিকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার পাথরঘাটা ইউনিয়নের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রূহিতা গ্রামের একটি খেজুর গাছ থেকে অজগরটিকে উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পাথরঘাটা ইউনিয়নের বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রূহিতা গ্রামের একটি খেজুর গাছ থেকে অজগরটিকে উদ্ধার করা হয়েছে।

পরে বেলা ১১টার দিকে বন বিভাগের মাধ্যমে সেটিকে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে রূহিতা গ্রামে কয়েকজন শিশু লাঠি দিয়ে গাছ থেকে খেজুর পাড়ছিল। এ সময় খেজুর গাছে অজগরটিকে দেখতে পেয়ে তারা চিৎকার করে।

স্থানীয়রা তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে যায় এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমকে (ভিটিআরটি) খবর দেয়।

পরে ভিটিআরটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খেজুর গাছ থেকে ৯ ফুট লম্বা ওই অজগর সাপটি উদ্ধার করে।

Comments