সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর, বেশিরভাগই অসুস্থ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রেখে যাওয়া ৭৮ জনকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বন বিভাগ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার ভোরে বিএসএফ সদস্যরা সুন্দরবনের গহীনে মান্দারবাড়িয়া এলাকায় কয়েকটি স্পিডবোটে করে এসে সেখানকার চরে ৭৮ জনকে নামিয়ে রেখে চলে যায়।
সকালে বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।
এর প্রায় ৩৬ ঘণ্টা পর শনিবার রাত ১১টার দিকে বন বিভাগ ওই ৭৮ জনকে কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান ডেইলি স্টারকে জানান, মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে জানানো হয় যে, ওই ৭৮ জন অসুস্থ হয়ে পড়েছে। পরে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহযোগিতায় তিনি খাবার ও অন্যান্য পথ্য নিয়ে শনিবার সকালে মান্দারবাড়িয়া ক্যাম্পে পৌঁছান।
তিনি জানান, সেখানে গিয়ে অধিকাংশকেই অসুস্থ অবস্থায় পাওয়া যায়। কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে, একজনের হাত ভেঙে গেছে।
খাবার, স্যালাইন ও পানি দেওয়ার পর তারা কিছুটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানান এই বন কর্মকর্তা।
তিনি আরও জানান, উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিভিন্ন সময় কাজ করার উদ্দেশে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। বিভিন্ন স্থান থেকে ভারতীয় পুলিশ তাদের এক সপ্তাহ আগে আটক করে।
উদ্ধারকৃতদের বাড়ি খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বলেও উল্লেখ করেন তিনি।
তাদের মধ্যে নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের সাইদুল মোল্লা (২৭) ও একই উপজেলার আবু বকর (২২) ডেইলি স্টারকে জানান, দুই বছর আগে কাজের সন্ধানে তারা অবৈধ পথে ভারতে যান। কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে ৬ মে তাদের ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার সন্দেশখালি বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
সেখানে দুইদিন রাখার পর শুক্রবার ভোরে বিএসএফ সদস্যরা তাদের সুন্দরবনের বাংলাদেশের অংশে রেখে যায়।
এ বিষয়ে জানতে কোস্টগার্ডের মোংলা মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কেউ ফোন ধরেননি।
Comments