সাগরপাড়ে পড়ে ছিল মৃত হরিণ, শরীরে ক্ষতচিহ্ন

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সাগরের তীর থেকে একটি হরিণের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

আজ শুক্রবার সকালে মৃত হরিণটি উদ্ধার করা হয়।

উপকূলীয় বন বিভাগ মিরসরায়ের রেঞ্জার আবদুল গফুর মোল্লা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত হরিণটির শরীরের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

রেঞ্জার আবদুল গফুর মোল্লা বলেন, 'স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হরিণটি উদ্ধার করা হয়। হরিণটির পেছনের পায়ের দিকে একাধিক ক্ষতচিহ্ন আছে। আমরা ধারণা করছি শিয়ালের কামড়ে হরিণটি মারা গেছে।'

ময়নাতদন্ত শেষে হরিণটি মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Comments