জাতীয় গ্রিডে বিপর্যয় তদন্তে বিদ্যুৎ বিভাগের কমিটি

ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগ।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ বিভাগের দেওয়া অফিস আদেশে জানানো হয়, গত ৪ অক্টোবর দুপুর ২টা ৪ মিনিটে কারিগরি ত্রুটির কারণে জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় ঘটে। ফলে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। এ ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নিজাম উদ্দিনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

গত ৪ অক্টোবর দেওয়া ওই অফিস আদেশে আরও বলা হয়েছে, কমিটি ঘটনার কারণ অনুসন্ধান, বিশ্লেষণ ও দায় নির্ধারণ করবে। ভবিষ্যতে এ ধরনের গ্রিড বিপর্যয় যাতে না হয়, সেজন্য কমিটি সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন করবে। তারা প্রয়োজনে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে কো-অপ্ট করতে পারবে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি বিদ্যুৎ বিভাগের প্রতিবেদন দেবে।

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

8h ago