‘তেলের দাম বাড়বে জানলে গাড়িই কিনতাম না’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা শুনেই চাঁদপুরে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের ভিড় বাড়তে থাকে। গতকাল রাত ১১টার পর থেকে আজ শনিবার ভোর পর্যন্ত চাঁদপুরের সবকটি পাম্পে একই অবস্থা বিরাজ করতে দেখা গেছে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ায় এবং যানবাহনের ভিড়ের কারণে কোনো পেট্রোল পাম্পই ১০০ টাকার বেশি তেল কাউকে দেয়নি। এতে যানবাহন চালকরা পাম্প কর্তৃপক্ষের ওপর ক্ষিপ্ত হন।
চাঁদপুর শহরের আমির খান অ্যান্ড কোং পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল নিতে আসা শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এভাবে হঠাৎ করে তেলের দাম বাড়িয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে।'
ফয়সাল পেট্রোল পাম্পে গাড়িতে তেল নিতে এসে তেলের দাম বৃদ্ধি ও যানবাহনের ভিড় দেখে বিক্ষুব্ধ হন আলমগীর হোসেন। তিনি ডেইলি স্টারকে বলেন, 'এভাবে তেলের দাম বাড়বে জানলে গাড়িই কিনতাম না।'
মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'রাত ১২টার পর পাম্পে তেল নিতে এসে ভিড় দেখে এক পাম্প থেকে অন্য পাম্পে যাই। শেষ পর্যন্ত তেল ছাড়াই বাড়ি ফিরি।'
পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে সারাদেশের অন্যান্য এলাকার মতো চাঁদপুরের সর্বস্তরের মানুষের মধ্যেও ক্ষোভের জন্ম দিয়েছে।
Comments