টেলিকম, ইন্টারনেট সেবা পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খুলেছে বিটিআরসি
ঘূর্ণিঝড় মোখায় টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খুলেছে টেলিকম নিয়ন্ত্রক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ শনিবার এ কন্ট্রোল রুম খোলা হয়।
এক বিবৃতিতে বিটিআরসি জানিয়েছে, কন্ট্রোল রুমের সঙ্গে +৮৮০১৫৫২-২০২৮৫৪ ও +৮৮০১৫৫২-২০২৮৮৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
বিটিআরসি থেকে সংশ্লিষ্টদের এ বিষয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিটিআরসিতে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
বিটিআরসির কন্ট্রোল রুম মূলত মনিটরিং টিম এবং উপকূলীয় অঞ্চলে কর্মরতরা মোখা মোকাবিলায় কীভাবে কাজ করছে তা সমন্বয় করছে।
উপকূলীয় এলাকার মোবাইল অপারেটর, সারাদেশের টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং সংশ্লিষ্ট অন্যান্যদের কার্যক্রমে কোনো সমস্যা হলে কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে।
Comments