কুড়িগ্রামে ৭২ ইউনিয়নের ৫৫টিই বন্যাদুর্গত

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি। এক লাখের বেশি মানুষ পানিবন্দি আছেন। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার চর মধ্য কদমতলা এলাকা থেকে তোলা। ছবি: এস দিলীপ রায়/ স্টার

কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি পাঁচ সেন্টিমিটার কমে কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে আজ শনিবার সকাল ৬টা থেকে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদীর পানি ৪২ সেন্টিমিটার বেড়ে কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ও ধরলাসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

আজ সকালে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।

তিনি জানান, ব্রহ্মপুত্র নদের পানি আপাতত না বাড়লেও দুধকুমার নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। আগামী আরও কয়েকদিন বন্যা পরিস্থিতি অব্যাহত থাকবে। এবছর ভয়াবহ বন্যা পরিস্থিতি হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

জেলা কুড়িগ্রামে ৭২টি ইউনিয়নের মধ্যে ৫৫টি ইউনিয়নই বন্যাদুর্গত। এক লাখেরও বেশি মানুষ পানিবন্দি। গেল মঙ্গলবার থেকে বানের পানির সাথে লড়াই করে বেঁচে আছেন তারা। অনেকে বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ও বন্যা আশ্রয়কেন্দ্রে। অনেক দুর্গত এলাকা পানির নিচে তলিয়ে গেছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন বন্যা দুর্গতরা।

অনেকে অভিযোগ করেছেন সরকারি ত্রাণ সহায়তা অপ্রতুল। এখনো দুর্গম এলাকাগুলোতে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছায়নি।

কুড়িগ্রাম সদর উপজেলার চর মধ্য কদমতলা এলাকার কৃষক শফিকুল ইসলাম (৬০) ডেইলি স্টারকে বলেন, বাড়িতে পানি ওঠায় রান্না করতে পারছেন না। শুকনো খাবার খেয়ে আছেন। মাঝে মাঝে আত্মীয়-স্বজন খাবার পাঠাচ্ছেন। সরকারি অথবা বেসরকারি ত্রাণ সহায়তা পাননি।

তিনি জানান, তার তিন বিঘা জমির পটল খেত বন্যার পানিতে তলিয়ে আছে এক সপ্তাহ ধরে।

একই চরের পানিবন্দি দিনমজুর মাইদুল ইসলাম (৪৮) বলেন, ঘরের ভেতর একবুক সমান পানি। তারা বাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে আছেন। তারা গেল কয়েকদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। এখনো কোন ত্রাণ সহায়তা পাননি।

বন্যা পরিস্থিতির কারণে জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। দুই হাজার ৩০০ হেক্টর জমির পটল, মরিচসহ বিভিন্ন সবজি ও আমন ধানের বীজতলাসহ বিভিন্ন ফসল বানের পানির নিচে তলিয়ে রয়েছে। বিভিন্ন স্থানে পাকা রাস্তা পানির নিচে তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের ধরলারপাড় এলাকায় পাকা সড়কের ওপর দিয়ে নৌকা চলাচল করছে। ৪০৪টি বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বন্যার্তরা উঠেছেন ৩৭টি আশ্রয়কেন্দ্রে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ডেইলি স্টারকে বলেন, সবদিকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পর্যায়ক্রমে সব দুর্গত পরিবারের কাছে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এবছর বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করতে পারে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন বলে জানান।

এদিকে গতকাল বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কলাগাছের ভেলায় চড়ে যাওয়ার সময় দুই বোনসহ তিন জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

নিহতরা হলেন নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বেগুনী পাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া আক্তার (১১), মাছুমা আক্তার (৬) এবং একই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম (৪২)। দুই বোন ভেলায় করে প্রতিবেশী খালার বাড়িতে যাচ্ছিল এবং সিরাজুল ইসলাম ভেলায় চড়ে বাজারে যাচ্ছিলেন শুকনো খাবার কেনার জন্য।

Comments

The Daily Star  | English
US dollar price rises

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

2h ago