তিন ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম

জিইসি মোড় এলাকায় বেশিরভাগ রাস্তাঘাটে হাঁটু পানি। ছবি: স্টার

বন্দরনগরী চট্টগ্রামে আজ রোববার সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তাঘাট।

আবহাওয়াবিদ আলী আকবর খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রামে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।'

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

ছবি: স্টার

ভারী বৃষ্টির মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়েন অভিভাবকরা। অফিসগামী যাত্রীরাও পড়েন বিপাকে।

নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে গাড়ির সংখ্যাও কম। কেউই যথাসময়ে গন্তব্যে যেতে পারছেন না।

জিইসি, মুরাদপুর, কাতালগঞ্জ ও বহদ্দারহাট এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার বেশিরভাগ রাস্তাঘাটে হাঁটু পানি। যাত্রীরা পানি ডিঙিয়েই কোনোভাবে চলাচলের চেষ্টা করছেন।

ছবি: স্টার

নগরীর টেকনিক্যাল কলেজ এলাকার এক এইচএসসি পরীক্ষার্থীর মা শাহনাজ বেগম দ্য ডেইলি স্টারকে জানান, বৃষ্টির মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো যানবাহন না পেয়ে ছেলেকে নিয়ে পায়ে হেঁটেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

এদিকে, নগরীর জাকির হোসেন রোড ও জিইসিতে জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে আছে যানবাহন।

 

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago