পটুয়াখালী

বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

বজ্রপাত
প্রতীকী ছবি

পটুয়াখালীতে বজ্রপাতে গরুসহ এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দশমিনা উপজেলার কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক আবদুর রব হাওলাদার (৫৫) মারা যান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঝড় শুরু হলে আবদুর রব মাঠে গরু আনতে যান। সেখানে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে গরুটিও সেখানে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য অলিউল আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'মাঠে গরু আনতে গিয়ে আবদুর রব বজ্রপাতে মারা যান। এলাকার লোকজন তাকে ও গরুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।'

ওসি জানান, খবর পেয়ে উপপুলিশ পরিদর্শক মেহেদী ও আবিদ গোলজারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

How will cops file 'video cases' for over-speeding?

Police will file cases matching the number plates of the vehicles with BRTA database

39m ago