ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার কসবা ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ উল আলম ডেইলি স্টারকে বলেন, 'উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে গভীর রাতে ঝড়ের সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে জয়নাল আবেদীন ভুঁইয়া মারা যান। এ ঘটনায় তার স্ত্রী আহত হন। সেসময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন।'
উপজেলায় ক্ষতির পরিমাণ নিরূপণে তারা কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ডেইলি স্টারকে বলেন, 'উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের সঞ্চালন লাইন মেরামতের সময় খুঁটিসহ পানিতে পড়ে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত লাইনম্যান রিপন মিয়া মারা যান।'
Comments