ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় বরিশালের ১,০৫১ আশ্রয়কেন্দ্র প্রস্তুতের নির্দেশ

বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবিলায় বরিশাল জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন আয়োজিত এ জরুরি সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

সভা সূত্র জানায়, ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবিলায় বরিশাল জেলার ১ হাজার ৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে মোট ২ লাখ ৪০ হাজার মানুষের আশ্রয় নিশ্চিত করতে বলা হয়েছে।

একইসঙ্গে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করাসহ জেলার সব স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

এছাড়া প্রাণিসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ করে সিপিপি, রেড ক্রিসেন্টসহ সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দুর্যোগ মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নিতে বলা হয়েছেl 

সভায় জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যেন অল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকরা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হয়।

এ ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। 

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago