দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
আজ রোববার এই আদেশ দেওয়া হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে।
এছাড়া ইউএইচএন্ডএফপিওসহ চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী এই নির্দেশনা দেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, জেলার অধীনে প্রতি ইউনিয়নে ১টি মেডিকেল টিম, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি মেডিকেল টিম, প্রতি আরবান ডিসপেনসারিতে ১টি মেডিকেল টিম এবং জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় বাফার স্টক (ওষুধ, স্যালাইন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি) মজুদ রাখার কথাও বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটির গতি ধীরে ধীরে বাড়ছে। এটি এখন সরাসরি বাংলাদেশের দিকে মুখ করে দ্রুতগতিতে এগোচ্ছে। ঘণ্টায় ১৬ থেকে ২০ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি এলাকা দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে।
Comments