কাল আসছে ‘বাগানবিলাস’, যা বললেন জয়া আহসান
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে আগামীকাল সোমবার রাতে। 'বাগানবিলাস' নামের এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম।
বিষয়টি নিয়ে এই সময়ের ব্যস্ততম অভিনেত্রী জয়া আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, প্রীতম ও এলিটা করিমের সঙ্গে কাজ হলো এবার। দারুণ অভিজ্ঞতা হয়েছে। ভীষণ ভালো লেগেছে।
'বাগানবিলাসের গল্পটা ছোট। আশা করছি সবার ভালো লাগবে', বলেন তিনি।
দর্শকদের 'বাগানবিলাস' দেখার আমন্ত্রণ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ভিন্ন রকমের একটি কাজ নিয়ে আগামীকাল আসছি। সবাই দেখলে আনন্দ পাব।
প্রীতম সম্পর্কে জয়া আহসান বলেন, প্রীতমের কাজের ভক্ত আমি। খুব ভালো করেছে প্রীতম। তাছাড়া এলিটার সঙ্গেও কাজ করার ইচ্ছে অনেকদিনের। এবার পূর্ণ হলো। সব মিলিয়ে টিমটা খুব ভালো ছিল।
পরিচালনা সাদিয়া ইসলাম সম্পর্কে তিনি বলেন, সাদিয়া নতুন মেয়ে। কিন্তু ভালো কাজ জানে। গুণ আছে তার। আমাকে কনভিন্স করতে পেরেছ। মনে হয়েছে তার সঙ্গে কাজটি ভালো হবে। করার পরও তাই মনে হয়েছে।
বাগানবিলাস মিউজিক্যাল ফিল্মের শুটিং হয়েছে ঢাকায়। 'পুরোনো ঢাকায় শুটিং করেছি আমরা। লোকেশনটা ভালো ছিল', বলেন জয়া।
আশফাক নিপুণ পরিচালিত 'জিম্মি' ওয়েবসিরিজেও অভিনয় করছেন জয়া আহসান। এটি নিয়ে বলেন, আশফাক নিপুণের সঙ্গে এটি আমার প্রথম সিরিজ। সম্প্রতি জিম্মির শেষ লটের শুটিং হয়েছে পাবনায়। কাজটি করে ভালো লেগেছে।
অন্যদিকে জয়া আহসান অভিনীত এবং নুহাশ হুমায়ূন পরিচালিত '২ষ' সম্প্রতি প্রচার হয়েছে। সিরিজের 'বেসুরা' পর্বে জয়ার অভিনয় প্রশংসা কুড়োচ্ছে।
Comments