শাকিবের ‘তুফান’ সিনেমার দুর্ধর্ষ ফার্স্ট লুক

‘তুফান’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

জন্মদিনের ঠিক একদিন আগে দুর্ধর্ষ ফার্স্ট লুকে হাজির হলেন শাকিব খান। একটি চেয়ারে বসে চোখে সানগ্লাস, হাতে সিগারেট। পায়ের কাছে রাখা মেশিনগান।

রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে। এ সিনেমায় থাকছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে ভারতের যিশু সেনগুপ্তের। 

সিনেমাটির ঘোষণার দিন শাকিব খান বলেছিলেন, 'দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা এই সিনেমায় লগ্নি করছে। আমরা একটি স্বপ্ন নিয়েই যৌথভাবে এগুচ্ছি—সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর। আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকার ব্যবসা করবে। হতে পারে "তুফান" আমাদের সেই সুযোগ এনে দেবে।'

'তুফান' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আলফা আই, ভারতের এসভিএফ এবং চরকি।  

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently.

7h ago