কাজের মধ্যেই বেঁচে থাকবেন আহমেদ রুবেল: নাসির উদ্দীন ইউসুফ

‘অভিনয়ের জন্য রুবেলের নিবেদন সবাই মনে রাখবে।’
আহমেদ রুবেল। ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল অভিনয়জীবন শুরু করেছিলেন ঢাকা থিয়েটারে। এই দলের হয়ে তিনি প্রথম অভিনয় করেন 'হাতহদাই' নাটকে। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের এই অভিনেতার নাট্যগুরু নাসির উদ্দীন ইউসুফ। তার নির্দেশনায় অভিনয় করেছেন ঢাকার মঞ্চে।

এ ছাড়া নাসির উদ্দীন পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা 'গেরিলা'য় অভিনয় করেছেন রুবেল। তার পরিচালিত 'আলফা' সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

গতকাল বুধবার 'পেয়ারার সুবাস'র প্রিমিয়ার শোতে এসেছিলেন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।

রুবেলের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি বলেন, 'এটি আমাদের জন্য এবং আমার জন্য বড় একটি দুঃসংবাদ। অত্যন্ত বেদনার সংবাদ। কেননা, পেয়ারার সুবাস সিনেমার জন্য এসে গাড়ি পার্ক করার সময় তিনি পড়ে যান। তারপর তো চলেই গেলেন।'

'রুবেলের চলে যাওয়াটা খুব কষ্টের। এমন একটি দিনে চলে গেলেন, যা কারও কাম্য ছিল না', বলেন তিনি।

নাসির উদ্দীন ইউসুফ আরও বলেন, 'আজ আমরা একটা শিল্প-সম্মত সিনেমা দেখার জন্য এসেছিলাম। রুবেলের জন্য অপেক্ষা করছিলাম। তার সঙ্গে সেভাবে দেখা হলো না। ব্যক্তিভাবে আমার দল ঢাকা থিয়েটারের সদস্য রুবেল। ২৫ বছর ধরে একসঙ্গে কাজ করেছি। অথচ এখানে এসেই শুনতে হচ্ছে তিনি নেই।'

'প্রিয়জনের মৃত্যুর খবর এভাবেই শুনতে হলো। সিনেমা করতে করতেই চলে গেলেন। অন্য কোথাও মারা যাননি। কোথাও দাওয়াতে গিয়ে মারা যায়নি। কাজের মধ্যে দিয়ে মারা গেছেন। এটা একদিক দিয়ে একজন শিল্পীর জন্য   সৌভাগ্য', বলেন তিনি।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, কষ্ট একটাই, অসময়ে চলে গেছেন। তাড়াতাড়ি চলে গেলেন। আমরা যারা বেঁচে আছি, তাদের জন্য বিষয়টি কষ্টের।'

'পেয়ারার সুবাস সিনেমায় রুবেল যে পরিশ্রম করেছেন, শিল্পের প্রতি তার যে ভালোবাসা, অভিনয়ের জন্য যে নিবেদন, সেটাকে মনে রাখবে সবাই। তাকে সম্মান জানানো হবে কাজের জন্য। কাজের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন', বলেন তিনি।

Comments